বিকাল ৪টা, ১৯ আগস্ট, পাঠশালা সিনে ক্লাব, ঢাকা

জহির রায়হানের জন্মজয়ন্তীতে

চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা


১৯ আগস্ট ২০১৫ শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ৮০তম জন্মবার্ষিকী। বরেণ্য এই চলচ্চিত্র-নির্মাতা ও সাহিত্যিকের জন্মদিবস উপলক্ষ্যে পাঠশালা সিনেক্লাব (বাড়ি ৫৮, সড়ক ১৫/এ, ধানমন্ডি) চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনার আয়োজন করেছে। আয়োজনের অংশ হিসেবে প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র ‘আনোয়ারা’। পাঠশালা সিনেক্লাবের সিনেমা বিভাগে এই আয়োজন শুরু হবে ১৯ আস্ট বিকাল ৪টা ৩০ মিনিটে। তবে আসন নিশ্চিত করতে নিজের নাম আর ইমেইল অ‍্যাড্রেস লিখে পাঠিতে হবে ০১৬৮৭৪৭৪০৯৭ নম্বরে এবং আয়োজনের দিন বিকাল ৪টায় ১০০ টাকার বিনিময়ে নাম নিবন্ধন করে টিকেট সংগ্রহ করতে হবে। ক্লাবের সদস্যদের জন্য টিকেটের মূল্য থাকবে ৮০ টাকা।

বিকাল ৪টায় দর্শক নিবন্ধন শুরু হবে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে থাকছে প্রামাণ‍্যচিত্রে জহির রায়হান। আয়োজনের এই পর্যয়ে প্রদর্শিত হবে দুটি প্রামাণ্যচিত্র— মাহমুদ হাসান কায়েশ নির্মিত ‘জহির রায়হান: শিল্প ও জীবন’ এবং শ্রাবন্ত হাবীব নির্মিত ‘স্মৃতিময় বাড়ির মৃত্যু’। এরপর বিকাল ৫টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র "আনোয়ারা"। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চা বিরতি থাকবে এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে থাকছে মীর শামছুল আলম বাবুর সাথে আলাপ।

সাতদিন/এমজেড

১৯ আগস্ট ২০১৫

মুভি

 >  Last ›