সন্ধ্যা ৭ টা, ১৯ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা

শিমূল ইউসুফের একক অভিনয়

পুতুল তোমার জনম কিরূপ

প্রযোজনা: ঢাকা থিয়েটার


সেলিম আল দীনের জন্মজয়ন্তী উপক্ষ্যে আয়োজিত নাট্যোৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষন মিলনায়তনে মঞ্চায়িত হবে ‘পুতুল তোমার জনম কিরূপ’। এটি মূলত সেলিম আল দীনের একাধিক নারী চরিত্রের রূপায়ন। প্রখ্যাত অভিনেত্রী শিমূল ইউসুফের একক অভিনয়ে জীবন্ত হয়ে উঠবে নাট্যাচার্যের নারী চরিত্ররা। এই উৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার।

সাতদিন/এমজেড

১৯ আগস্ট ২০১৫

প্রদর্শনী

 >  Last ›