বিকাল ৫টা ২০ মি, ১৯ আগস্ট, এসএ টিভি

বেলাশেষে’র অতিথি

সংগীতশিল্পী কামাল আহমেদ

উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল


এসএ টেলিভিশনের নিয়মিত আড্ডার আসর ‘বেলাশেষে’। আনুষ্ঠানটির প্রতি পর্বে একজন সফল ও কীর্তিমান ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। আড্ডা আর আলোচনায় উঠে আসে অতিথির জীবনের নানা গল্প। সেই সাথে জানা যায় অতিথির বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি হিসেবে থকাছেন সংগীতশিল্পী কামাল আহমেদ।

কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি এবারের পর্ব উপস্থাপনা করবেন ‌এলিনা শাম্মী।

সাতদিন/এমজেড

১৯ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›