সকাল ৭টা ৩০ মি, ২১ আগস্ট, এসএটিভি
রবির আবীর-এর অতিথি
সংগীতশিল্পী রেবেকা সুলতানা
প্রযোজনা: মনি পাহাড়ী
সকালে এক বা একাধিক অতিথির সাথে আড্ডা ও গান নিয়ে সাজানো হয়েছে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘রবির আবীর’। অনুষ্ঠানটির প্রতি পর্বে আমন্ত্রিত অতিথি আটটি গান পরিবেশন করে থাকেন। বৈঠকী আমেজে গানগুলো পরিবেশিত হয়। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী রেবেকা সুলতানা। মূলত আধুনিক গান গেয়েই শ্রোতাদের মন জয় করেছেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনি পারভীন মনি।
সাতদিন/এমজেড