সন্ধ্যা ৬টা ৩০ মি, ২০ আগস্ট, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
রবীন্দ্রনাথের কবিতা ও সুফি গান নিয়ে
ট্যাগর ইন সুফিয়ানা
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং উপমহাদেশের বিখ্যাত কজন সুফি সাধকের গানের সমন্বয়ে এক ব্যতিক্রমধর্মী আয়োজন উপহার দিচ্ছে কলকাতার দল ‘শ্রুতিবৃত্ত’। ‘ট্যাগর ইন সুফিয়ানা’ শিরোনামের এই আয়োজন ২০ আগস্ট সন্ধ্যা ৭টায় ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শুভদীপ চক্রবর্তীর কন্ঠে রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তির পাশাপাশি বুল্লেহ সাহ, আমির খসরু, নিজামুদ্দিন আউলিয়া’র মতো বিখ্যাত সুফি সাধকদের গান পরিবেশন করবেন সম্বুদ্ধ চ্যাটার্জি। অনুষ্ঠানে সেতার বাজাবেন দীপশংকর ভট্টাচার্য এবং তবলায় থাকছেন নবরুণ দত্ত। পুরো আয়োজনটির নেতৃত্ব দিবেন শুভদীপ চক্রবর্তী। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
কলকাতার তরুণ আবৃত্তিকার শুভদীপ চক্রবর্তী নেতৃত্বে ‘শ্রুতিবৃত্ত’ ইতোমধ্যে ভারতের বিভিন্ন স্থানে অনুষ্ঠান করে প্রশংসিত হয়েছে। শুভদীপ নিজে সৌমিত্র চট্টপাধ্যায়, ওস্তাদ রশিদ খাঁ, গৌতম ঘোষ, ঋতুপর্ণ সেনগুপ্ত’সহ খ্যাতনামা বহু শিল্পীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আবৃত্তিকার হিসেবে তিনি পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। এসব পুরস্কারের মধ্যে রয়েছে ‘এওয়ার্ড বাই ইউথ গিল্ড ফর ফ্রেন্ডশিপ’, কলকাতা টিভির সেরা আবৃত্তিকারের পুরস্কার, বাচিক শিল্পী সংসদের বাচিক পুরস্কার ইত্যাদি।
সাতদিন/এমজেড