রাত ৮টা ৪০ মি, ২০ আগস্ট, এসএ টিভি
ইয়ুথ ভয়েজ-এ অহনা
বিষয়: উচ্চ শিক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা
অন্যান্য অতিথি: প্রফেসর ড. মকবুল আহমেদ খান, প্রফেসর মোঃ ওবায়দুর রহমান প্রামানিক, মোঃ মাইনুল আলম
উপস্থাপনা: মনিকা চৌধুরী
প্রযোজক: বিকাশ সরকার
তরুণরা একটি দেশেরে মূল চালকিাশক্তি। ‘ইয়ুথ ভয়েজ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে দেশের বভিন্নি বশ্বিবদ্যিালয়রে ছাত্র-শিক্ষক, অভভিাবক ও বিভিন্ন স্তরের তারকারা। সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মুক্ত আলোচনার এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিকল্পনায় জিনাত জেরিন আলতাফ এবং প্রযোজনা করেছেন বিকাশ সরকার।
এসএ টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এটি পুনঃপ্রচার করা হয় রবিবার সকাল ৯টায়।
সাতদিন/এমজেড