রাত ৯টা ৫মি, ২০ আগস্ট, বাংলাভিশন
সৌন্দর্য কথা’র অতিথি
তানজিন তিশা
উপস্থাপনা: নোভা
প্রযোজনা: রেহেনা রাহা
রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’র প্রতি পর্বে একজন অতিথি আমন্ত্রিত হয়ে আসেন। অনুষ্ঠানে অতিথি উপস্থাপকের সাথে ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক নানা আলোচনা করেছেন এবং পাশাপাশি দর্শকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। অনুষ্ঠানে আরও থাকবে ফ্যাশন হাউজ, ফ্যাশন ও সৌন্দর্য ভাবনা নিয়ে নানা তথ্য। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা।
নোভা’র উপস্থাপনায় রূপচর্চ্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’ বাংলাভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ৯টা ৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা।
সাতদিন/এমজেড