রাত ১১টা ৩০ মি, ২০ আগস্ট, এনটিভি
ভব নদীর কূলে’র অতিথি
মরিয়ম বেগম সুরমা
উপস্থাপনা: পারভেজ
প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী
বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে তুলে ধরতেই এনটিভির আয়োজন ‘ভব নদীর কূলে’। অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন করে শিল্পী থাকবেন, যিনি একজন গীতিকবির গান করবেন। থাকবেন একজন বিশেষজ্ঞ যিনি ব্যাখ্যা করবেন ঐ কবির গানের মর্মকথা। থাকবেন একজন উপস্থাপক এবং একদল বাদ্যযন্ত্রী। বাদ্যযন্ত্রে থাকবে প্রাচ্য ও পাশ্চাত্বের যুগলবন্দী।
লোক গানের জনপ্রিয় শিল্পী মরিয়ম বেগম সুরমা আসছেন ‘ভব নদীর কূলে’র এবারের পর্বের অতিথি হিসেবে। এবারের পর্বে পরিবেশিত হবে মরমি কবি ও সুফি সাধক আরকুম শাহ’র গান।
জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনা এবং সংগীতশিল্পী পারভেজের উপস্থাপনায় ‘ভব নদীর কূলে’ এন টিভিতে প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড