সন্ধ্যা ৬টা ৩০ মি, ২১ আগস্ট, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
রাবি সংগীত বিভাগের উচ্চাঙ্গসংগীত পরিবেশনা
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১, ঢাকা) নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে ২০ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক উচ্চাঙ্গসংগীতের আসর বসছে। ‘এন ইভিনি অফ ক্লাসিক্যাল হিন্দুস্তানী ভোক্যাল মিউজিক’ শিরোনামের এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীবৃন্দ। বিভাগের চেয়ারম্যান ড. অসিত রায়-এর নেতৃত্বে এই শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিচ্ছেন।
ড. অসিত রায় এবং একই বিভাগের প্রভাষক শোলক হোসাইন অনুষ্ঠানে ধ্রুপদ পরিবেশন করবেন। একই বিভাগের অপর প্রভাষক আলমগীর পারভেজ অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন। সহকারী অধ্যাপক শায়লা তাসমিন পরিবেশন করবেন একটি রাগ-প্রধান গান। বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ইউসুফ ইমাম, বুলবুল ইসলাম, পিয়াস কুমার, মৌসুমী বিশ্বাস, অনামিকা সরকার এবং অর্পিতা চক্রবর্তী কোরাসে ধ্রুপদ, খেয়াল এবং তারানা পরিবেশন করবেন।
সাতদিন/এমজেড