সন্ধ্যা ৬টা ৩০ মি, ২২ আগস্ট, ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট, ঢাকা
গান এবং আড্ডার আসর
মেঘের ভেলায় জলের গান
দেশের ভিন্ন ধারার গানের দল ‘জলের গান’ গানের ঝুলি নিয়ে আবারও হাজির হচ্ছে দর্শক-শ্রোতাদের সামনে। দ্য ডেলি স্টার আয়োজিত ‘মেঘের ভেলায় জলের গান’ শিরোনামের এই আসর বসছে ঢাকার ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্গকটে (৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভিন্যু, কারওয়ান বাজার)। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে গান ও আড্ডার এই আসর। বর্ণময় ঋতু শরতের আগমনীকে ঘিরেই এই আয়োজন।
উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশের সঙ্গীত জগতে যাত্রা শুরু করে গানের দল ‘জলের গান’। ভিন্ন এবং স্বতন্ত্র ধারার গান পরিবেশনের জন্য দলটি অল্প দিনের মধ্যে শ্রোতাদের মন জয় করে। জলের গানের প্রধান দুই সদস্য রাহুল আনন্দ এবং কনক আদিত্য ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করায় গত চার মাস দলটি কোন শো করতে পারেনি। ১০ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় দীর্ঘ চার মাস পর আবার স্টেজ শো করতে যাচ্ছে দলটি। জলের গানের প্রথম অ্যালবাম ‘অতল জলের গান’ প্রকাশিত হয় ২০১৩ সালে। ২০১৪ সালের জুন মাসে দলটির দ্বিতীয় অ্যালবাম ‘পাতালপুরের গান’ প্রকাশিত হয়েছে। জলের গানের এ পর্যন্ত প্রকাশিত সব গান দলটির নিজস্ব ওয়েব সাইট হতে ডাউনলোড করা যাবে।
সাতদিন/এমজেড