৯ অক্টোবর সন্ধ্যা ৭টা, জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা

চাঁদ বণিকের পালা

পরিবেশনায়: কন্ঠশীলন


শম্ভু মিত্রের শততম জন্মবার্ষিকীতে কণ্ঠশীলনের অন্যতম প্রযোজনা ‘চাঁদ বণিকের পালা’র শ্রুতিরূপ মঞ্চস্থ হবে ৯ অক্টোবর ২০১৫ শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। ‘চাঁদ বণিকের পালা’ শম্ভু মিত্র রচিত নাটকগুলোর মধ্যে অন্যতম। পুরো আয়োজনটির নির্দেশনা দিবেন কণ্ঠশীলন প্রশিক্ষক ও নির্দেশক গোলাম সারোয়ার। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।


নাটক ‘চাঁদ বণিকের পালা’ রচিত হয়েছে বাংলা সাহিত্যের মধ্যযুগের বিখ্যাত মঙ্গলকাব্য মনসামঙ্গলের কাহিনী অবলম্বনে। দেবী মনসা ও চাঁদ সওদাগরের মাঝে অহমের দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হয় গল্প। মনসা দেবীর কাছে কিছুতেই মাথা নত করবে না চাঁদ সওদাগর। ফলস্বরূপ ছেলে লখিন্দরের জীবন হুমকির মুখে পড়ে। বেহুলার সাথে বিয়ের পর বাঁশর ঘরেই সাপের কামড়ে মারা যায় লখিন্দর। এই সব পৌরাণিক গল্পই নতুন রূপে নতুন অর্থ নিয়ে ফিরে এসেছে ‘চাঁদ বণিকের পালা’তে।

সাতদিন/এমজেড

৯ অক্টোবর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›