A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

মিউজিক ট্রেন-এর অতিথি তানজিব সরোয়ার | সাতদিন

রাত ৮টা ও ২টা, ২২ আগস্ট এবং

সকাল ৮টা ১৫ মি, ২৩ আগস্ট, বৈশাখী টেলিভিশন

মিউজিক ট্রেন-এর অতিথি

তানজিব সরোয়ার

উপস্থাপনা: সানিয়া সুলতানা লিজা
প্রযোজনা: এস আর রোমেল


গান নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’। প্রতিটি পর্বে এ প্রজন্মের একজন করে সঙ্গীতশিল্পী উপস্থিত থাকেন। অনুষ্ঠানটির আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কম্পোজার তানজিব সরোয়ার।

এস আর রোমেল-এর প্রযোজনায় আনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সানিয়া সুলতানা লিজা। বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৮টায় প্রচারিত হয় এবং পুনঃপ্রচার করা হয় পরদিন রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে।

সাতদিন/এমজেড

২৩ আগস্ট ২০১৫