রাত ১২টা ২ মি, ২১ আগস্ট, মাছরাঙা টিভি
বিরতিহীন নাটক
প্রবৃত্তির বৃত্তাকার পথে
রচনা: সাগর জাহান
পরিচালনা: রতন রিপন
অভিনয়: আনিসুর রহমান মিলন, জেনি
চট্টগ্রাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা বিলাস মানসিকভাবে হতাশাগ্রস্ত। হঠাৎ করেই সে ঢাকায় আসে একটি ডাক্তারি সার্টিফিকেটের জন্য। এক লাখ টাকা ও হাসপাতালে দু’দিন থাকার শর্তে ডাক্তার সার্টিফিকেট দিতে রাজি হন। হঠাৎ তার বিছানায় এক অদৃশ্য মানব এসে হাজির হয়ে বলে আপনিও খারাপ আমিও খারাপ। এই অদৃশ্য মানব প্রায়শই তার কাছে আসে। সার্টিফিকেট হাতে পাওয়ার পর সে ডাক্তারকে সব কথা জানায়। এভাবেই এগিয়ে যায় প্রবৃত্তির বৃত্তাকার পথে নাটকের কহিনী।
সাগর জাহানের রচনা ও রতন রিপনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জেনি, কল্যাণ, মুনিরা মিঠু, আমিরুল হক চৌধুরী। নাটকটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
সাতদিন/এমজেড