রাত ১০টা ১০ মি, একুশে টিভি

‘গল্প স্বল্প গান’-এর অতিথি

অনন্য মামুন ও ববি

উপস্থাপনা: ফওজিয়া এরিনা
প্রযোজনা: শাওন রায় চৌধুরী ও ফওজিয়া এরিনা


একুশে টেলিভিশনে সেলিব্রেটি টক শো ‘গল্প স্বল্প গান’এর এবারের পর্বে অতিথি হয়ে আসছেন নির্মাতা অনন্য মামুন এবং চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নিজেদের ক্যারিয়ার এবং সম্প্রতিক ব্যস্ততা নিয়ে সরাসরি আড্ডা দিবেন তারা। এছাড়া অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় দর্শকদেরও মতামত প্রদানের সুযোগ থাকে। দর্শকরা সরাসরি অতিথিদের সাথে বিভিন্ন মতামত শেয়ার এবং অনুভূতি জানাতে পারেন।

ফওজিয়া এরিনার উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথ প্রযোজনা করেছেন ফওজিয়া এরিনা এবং শাওন রায় চৌধুরী। প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত হয় অনুষ্ঠানটি।

সাতদিন/এমজেড

২২ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›