সন্ধ্যা ৬টা, ২৩ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা

জার্মন-বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে

মঞ্চায়িত হবে ‘ক্যাসপার’

ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে অস্ট্রিয়ার লেখক পিটার হ্যান্ডকে’র নাটক ‘ক্যাসপার’। নাটকটির মঞ্চায়নের জন্য দুই সপ্তাহের এক কর্মশালার আয়োজন করা হয় যাতে জার্মানি ও বাংলাদেশের ছয়জন অভিনয়শিল্পী অংশ নেয়। নাটকটির নির্দেশনায় থাকছেন সিল্কে শুমাখার-ল্যাঞ্জ। কোরিওগ্রাফার হিসেবে এই আয়োজনে দায়িত্ব পালন করছেন টমাস বাঙ্গার। আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ঊনবিংশ শতাব্দীর জার্মানিতে ক্যাসপার হাউজার নামের এক অপরাধী ছিল। তার জীবনের গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে এই নাটকটি রচনা করেন অস্ট্রিয়ান লেখক পিটার হ্যান্ডকে। তবে নাটকটি শুধুমাত্র ক্যাসপারের জীবনের অনুকরণ নয়। এতে নাট্যকার তুলে ধরতে চেয়েছেন মানব অস্তিত্বের গভীরতর সত্য।

সাতদিন/এমজেড

২৩ আগস্ট ২০১৫

প্রদর্শনী

 >  Last ›