২২ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর, এথেনা গ্যালারি অফ ফাইন আর্টস, ঢাকা
সোহাগ পারভেজের একক চিত্রপ্রদর্শনী
আমার সোনার দেশ
২২ আগস্ট বিকাল বিকাল ৫টায় ঢাকার এথেনা গ্যালারি অফ ফাইন আর্টস-এ (সিএইচএ ৭২/১/ডি, প্রগতী স্মরণী, উত্তর বাড্ডা) উদ্বোধন করা হয়েছে শিল্পী সোহাগ পারভেজের একক চিত্রপ্রদর্শনী ‘আমার সোনার দেশ’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রর্দশনীতে শিল্পীর ৭১টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে ৬২টি জলরং, একটি পেস্টাল, একটি পোস্টার ও ৭টি এ্যাক্রেলিক কালারের ছবি। বাংলার প্রকৃতিকে নিখুঁতভাবে তুলে ধরেছেন তার চিত্রপটে। টানা তিন বছর টেকনাফ থেকে তেুঁতুলিয়ার আনাচে-কানাচের অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন রংতুলি ক্যানভাস নিয়ে।
সাতদিন/এমজেড