সকাল ৭টা ৩০ মি, ২৪ আগস্ট, চ্যানেল আই
গানে গানে সকাল শুরু’র অতিথি
সুস্মিতা আনিস
উপস্থাপনা: দিলরুবা সাথী
প্রযোজনা: ইফতেখার মুনিম
চ্যানেল আই-তে নিয়মিত প্রচারিত হচ্ছে গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন প্রথিতযশা সংগীতশিল্পী আমন্ত্রিত হয়ে আসেন। তিনি তাঁর পছন্দের এবং দর্শকদের অনুরোধের গান শুনিয়ে থাকেন। অনুষ্ঠানটির এবারের পর্বের শিল্পী সুস্মিতা আনিস।
ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানটি চ্যানেল আই’তে প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড