বিকাল ৪টা ৩০ মি, একুশে টিভি
বিশ্ব সংগীতের আসর
মিউজিক স্টেশন
উপস্থাপনা: মারজিয়া কবির সনিকা
একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘মিউজিক স্টেশন’ নিয়ে আজ সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে দর্শকদের সামনে হাজির হবেন মারজিয়া কবীর সনিকা। সম্প্রতিক সময়ের দেশ বিদেশের সঙ্গীতের খোঁজ-খবর এবং টপ চার্ট নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’। এছাড়া অনুষ্ঠানটিতে দেশ বিদেশের দৃষ্টি নন্দন মিউজিক ভিডিও দেখানো হয়। সনিকার সাবলিল উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে বহুগুনে।
মিউজিক স্টেশন সম্পর্কে সনিকা জানান, ‘আমার সবচাইতে পছন্দ হচ্ছে মিউজিক। আর আমি আমার ক্যারিয়ার যেহেতু শুরু করি ডিজে হিসেবে, তাই ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানটি সঙ্গীত রিলেটেড হওয়ায় আমার তেমন কোন বেগ পেতে হয় না। এছাড়া উপস্থাপনাটাও আমি বেশ এ্যানজয় করছি।’
সাতদিন/এমজেড