সন্ধ্যা ৭টা ৩০ মি ও রাত ২টা, ২৪ আগস্ট, এশিয়ান টিভি

ইয়ং স্টার-এর অতিথি

নিরব ও সাবিনা রিমা

উপস্থাপনা: দেবাশিষ বিশ্বাস
প্রযোজনা: ইমরান আলি


এশিয়ান টেলিভিশনের আড্ডা-আলোচনার নিয়মিত অনুষ্ঠান ‘ইয়ং স্টার’। অনুষ্ঠানটির প্রতি পর্বে আমন্ত্রিত হয়ে আসেন দুজন তরুণ অতিথি যাঁরা মিডিয়া জগতে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। উপস্থাপকের সাথে প্রাণবন্ত আড্ডায় তাঁরা জানান তাঁদের দৈনন্দিন জীবন যাপন, পছন্দ-অপছন্দ ও বর্তমান ব্যস্ততা সম্পর্কে। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি অভিনেতা নিরব ও সংগীতশিল্পী সাবিনা রিমা।

ইমরান আলির প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানটির সময়সূচি পরিবর্তিত হয়েছে। এটি এখন থেকে প্রচারিত হবে সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার করা হবে রাত ২টায় এশিয়ান টিভিতে।

সাতদিন/এমজেড

২৪ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›