রাত ৯টা ২০ মি, ২৪ আগস্ট এবং

দুপুর ১২টা ২০ মি, ২৫ আগস্ট, যমুনা টিভি

চলতে চলতে’র অতিথি

কামাল লোহানী

উপস্থাপনা: মাহফুজুর রহমান মিশু
প্রযোজনা: ফয়সাল আহমেদ


যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘চলতে চলতে’। অনুষ্ঠানটিতে আমন্ত্রিত হয়ে আসেন দেশ-বিদেশের খ্যাতিমান, সফল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

একুশে পদক প্রাপ্ত সাংবাদিক কামাল লোহানী’র পুরো নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল লোহানী। তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ‘দৈনিক আজাদ’, ‘দৈনিক সংবাদ’, ‘দৈনিক পূর্বদেশ’, ‘দৈনিক বার্তা’সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি দু দফায় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক ছিলেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি যুক্ত আছেন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে। তিনি গণশিল্পী সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট-এর প্রতিষ্ঠাকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং স্বল্প সময়ের জন্য তিনি সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ফয়সাল আহমেদের প্রযোজনায় ‘চলতে চলতে’ অনুষ্ঠানটি যমুনা টেলিভিশনে প্রচারিত হয় প্রতি সোমবার রাত ৯টা ২০ মিনিটে এবং পুনঃপ্রচার করা হয় পরদিন মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে। অনুষ্ঠানের এবারের পর্বটি সঞ্চালনা করছেন মাহফুজুর রহমান মিশু।

সাতদিন/এমজেড

২৫ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›