সন্ধ্যা ৭টা, ২৫ আগস্ট, ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট, ঢাকা
নৃত্য উপলব্ধির ৬ষ্ঠ পর্বে
লোকনৃত্য ও আদিবাসী নৃত্য
প্রখ্যাত শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বেঙ্গল ফাউন্ডেশনের ধারাবাহিক আয়োজন ‘শাস্ত্রীয় নৃত্য উপলব্ধি’র ৬ষ্ঠ পর্বের ১ম ভাগ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কটে (৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভিন্যু)। ধারাবাহিক এই আয়োজনে সাধারণত নৃত্য বিষয়ক বক্তব্য প্রদানের পাশাপাশি উচ্চাঙ্গনৃত্যকে অনুধাবনযোগ্য করে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়ে থাকে। নৃত্যকথন ও প্রদর্শনের এবারের পর্বে থাকছে লোকনৃত্য এবং আদিবাসী নৃত্য। লোকনৃত্য ও আদিবাসী নৃত্য সম্পর্কে দর্শকদের ধারণা দিবেন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল।
আয়োজনের ৬ষ্ঠ পর্বটির প্রথম ভাগে দেখানো হবে পাতা নাচ, রাইবেনসে, ছাউ এবং জুম। প্রতিবারের মতো এবারো শর্মিলা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয় নিয়ে বলবেন। এরপর বিষয়গুলো নৃত্যের মাধ্যমে দেখিয়ে দেবেন তাঁর দলের সদস্যরা।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি পরিচিত নাম শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু একজন নৃত্যশিল্পীই নন, একজন শিক্ষিকাও। দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের পাশাপাশি নৃত্যবিষয়ক অনেক কর্মশালাতেও যোগদান করেছেন। মণিপুরি নর্তনালয় থেকে তিনি ‘নর্তনবিশারদ’ উপাধি অর্জন করেন। বর্তমানে শর্মিলা বন্দ্যোপাধ্যায় ছায়ানট সংগীত বিদ্যায়তনে নৃত্যকলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গুণী শিল্পীকে নিয়ে বেঙ্গলের এই আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সাতদিন/এমজেড