বিকাল ৩টা, ২৫ আগস্ট, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

ওয়ার্ল্ড ফিল্ম মেনিফেস্টেশন প্রোগ্রাম

কুয়েন্টিন ট্যারান্টিনোর দুই চলচ্চিত্র


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলন কেন্দ্রের দ্বিতীয় তলায় মুনির চৌধুরী কনফারেন্স রুমে প্রদর্শিত হবে মার্কিন চলচ্চিত্র-নির্মাতা কুয়েন্টিন ট্যারান্টিনোর দুটি চলচ্চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত এই প্রদর্শনী শুরু হবে বিকাল ৩টায়। প্রথম সিনেমা ‘পাল্প ফিকশন’ প্রদর্শিত হবে বিকাল ৩টায় এবং দ্বিতীয় সিনেমা ‘রিজার্ভার ডগস’ প্রদর্শিত সন্ধ্যা ৬টায়। দুটি চলচ্চিত্রেই কুয়েন্টিন ট্যারান্টিনোর সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন রজার অ্যাভারি।

‘পাল্প ফিকশন’ চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয় দুজন পেশাদার খুনী, একজন দস্যুদল-নেতার বউ’সহ আরও কয়েকজন লোকের কথোপকথনের উপর ভিত্তি করে। পুরো গল্পটি সাত জন কথকের দ্বারা বর্ণিত হয়। এতে অভিনয় করেছেন জন ট্রাভোল্টা, স্যামুয়েল এল জেকসন, উমা থারম্যান’সহ আরও অনেকে।

অপর চলচ্চিত্র সিনেমা ‘রিজার্ভার ডগস’-এ দেখা যায় ছয় জন অপরাধীকে একটি ডাকাতীর দায়িত্ব দেওয়া হয়। এরা ছয় জন একে অপরের অপরিচিত এবং তারা ভুয়া নাম ব্যবহার করে। তাদের অভিযান যখন প্রায় সফল তখনই ঝামেলা বাধায় পুলিশ। এতে অভিনয় করেছেন মাইক্যাল ম্যাডসেন, হার্ভে কেইটেল, টিম রথ’সহ আরও অনেকে।

সাতদিন/এমজেড

২৫ আগস্ট ২০১৫

মুভি

 >  Last ›