২৫ থেকে ৩১ আগস্ট, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
লিটন ভূঁইয়ার চিত্রপ্রদর্শনীর শেষ দিন
বিজয় নিশান
রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারীতে চলছে চিত্রশিল্পী লিটন ভূঁইয়ার একক চিত্রপ্রদর্শনী ‘বিজয় নিশান’। এটি শিল্পীর চতুর্থ একক চিত্রপ্রদর্শনী। এতে শিল্পীর ২৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। তাঁর কাজের মাধ্যম এ্যাক্রেলিক ও মিশ্র। ৩১ অগাষ্ট প্রদর্শনীর শেষদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, ১৯৮৩ সালে শিল্পী লিটন ভূঁইয়া বিএফএ করেছেন। তিনি চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখে থাকেন। লিটন ভূঁইয়া ভাবেন, শিল্পকর্ম সুপ্ত স্মৃতি জাগ্রত করার মাধ্যম। আমাদের সোনালী অতীত ঘুমিয়ে আছেআমাদের স্মৃতিতে। সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা আমাদের মনে রাখতে দিচ্ছেনা কত ত্যাগের বিনিময়ে পেয়েছি আমাদের বিজয় নিশান! যুদ্ধদিনে আমরা স্বপ্নদেখেছিলাম, আশাবাদী হয়েছিলাম, একসঙ্গে জেগে উঠেছিলাম। আজ আবার সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। লিটন ভূঁইয়া তাঁর ছবিতে বলতে চান আসুন আবার একত্রিত হই।
সাতদিন/এমজেড