সন্ধ্যা ৭টা, ২৫ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা

সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য

‘ঈর্ষা’র মঞ্চায়ন

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য ‘ঈর্ষা’ পরিবেশন করবে নাট্যদল প্রাঙ্গণেমোর। অনন্ত হিরার নির্দেশনায় নাটকটি মঞ্চায়িত হবে ২৫ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। সৈয়দ হকের এই কাব্যনাট্যটিতে রয়েছে মাত্র ৩ টি চরিত্র এবং ৭ টি সংলাপ। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপের ব্যাপ্তি ১৬ মিনিট।

কাব্যনাট্য ‘ইর্ষা’র গল্প দ্বন্দ্ব সংঘাত মুখর। এখানে রয়েছে ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব, শিল্পীর সাথে শিল্পীর দ্বন্দ্ব এবং শিল্পের সাথে শিল্পীর দ্বন্দ্ব। এ নাটক মানব অভিজ্ঞতার এক নতুন দিক তুলে ধরে। একজন শিল্পী নিজেকেও ঈর্ষা করতে পারে যখন তার ব্যক্তিগত জীবন আর শিল্পী জীবনের মধ্যে সংঘাত হয়।

নাটকটির তিনটি চরিত্রে অভিনয় করছেন নুনা আফরোজ, রামিজ রাজু এবং অনন্ত হিরা। মঞ্চ পরিকল্পনায় আছেন শাহীনুর রহমান, আলোক সজ্জায় জিল্লুর রহমান, সংগীতে রামিজ রাজু এবং পোশাকে নুনা আফরোজ। এর আগে নাটকটি মঞ্চে আনে নাগরিক নাট্য সম্প্রদায়।

সাতদিন/এমজেড

২৫ আগস্ট ২০১৫

প্রদর্শনী

 >  Last ›