রাত ৮ টা, মাছরাঙা টিভি
তিন গোয়েন্দার নতুন মিশন
বিপদের গন্ধ
কাহিনী বিন্যাস ও নাট্যরূপ: মাজহারুল হক পিন্টু
পরিচালনা: আবুল হোসেন খোকন
অভিনয়: কাব্য, অয়ন, বাঁধন, নাজনীন হাসান চুমকী
২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘তিন গোয়েন্দা’র নতুন অধ্যায়। যথারীতি প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮ টায় প্রচার হবে এটি। এবারের অধ্যায়ের নাম ‘বিপদের গন্ধ’। রকিব হাসানের জনপ্রিয় কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ অবলম্বনে এর কাহিনী বিন্যাস ও নাট্যরূপ করেছেন মাজহারুল হক পিন্টু। পরিচালনা করেছেন আবুল হোসেন খোকন। অভিনয় করেছেন কাব্য, অয়ন, বাঁধন, নাজনীন হাসান চুমকী, সানজিদা তন্ময়, আদনান রহমান, নিসা, কল্লোল চৌধুরী, গোলাম হাবিবুর রহমান মধু প্রমুখ।
এতে দেখা যাবে- প্রেমিকা, জনপ্রিয় অভিনেত্রী মিস তানিয়াকে খুনের চেষ্টার অপরাধে ফাঁসিয়ে দেয়া হয়েছে নিরীহ ভদ্রলোক রিফাত আদনানকে। খুনের উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে- সম্পর্কের টানাপোড়েন। তবে রিফাতের বোন মিতালি এটা মানতে নারাজ। কথাটা বিশ্বাস করেন না রিফাতের আত্মীয় আইনজীবী শওকত আকবরও। কিন্তু কিভাবে প্রমাণিত হবে যে রিফাত নির্দোষ? তেমন কোনো প্রমাণ তাদের হাতে নেই। হঠাৎ মিতালির মনে পড়ে বিখ্যাত তিন গোয়েন্দা এখন বাংলাদেশে। দ্রুত তাদের সাথে যোগাযোগ করে সে। বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করে তিন গোয়েন্দা। সত্যিই কি নিরপরাধ রিফাত? তাহলে কে অপরাধী? এ প্রশ্নের জবাব খুঁজতে শুরু হয় তিন গোয়েন্দার মিশন।
সাতদিন/এমজেড