সকাল ৭টা ১০ মি, ২৫ আগস্ট, একাত্তর টিভি

একাত্তর সকাল-এর অতিথি

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

বিষয়: অনলাইন ভর্তি প্রক্রিয়া


একাত্তর টেলিভিশনের নিয়মিত সকাল বেলার অনুষ্ঠান ‘একাত্তর সকাল’। অনুষ্ঠানটির প্রতি পর্বের শুরুতে জানিয়ে দেয়া হয় আবহাওয়ার পূর্বাভাস এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অনুষ্ঠানের পরবর্তী অংশে থাকছে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে আলাপচারিতা।

অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন-প্রক্রিয়া নিয়ে কথা বলবেন তিনি। ভর্তি বিষয়ক প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শের জন্য দর্শক শ্রোতারা সরাসরি ফোন করতে পারেন সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৮টার মধ্যে। ফোন নম্বরগুলো হচ্ছে-৯৮৮৪২৯৮/ ৯৮৮৪০৮৩ এবং ৯৮৮৪৯৬৭। এ ছাড়া দর্শকের প্রশ্ন বা মতামত জানাতে পারেন ফেইসবুকেও, একাত্তর এবং একাত্তর সকাল-এর ফেইসবুক পেইজে।

সাতদিন/এমজেড

২৫ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›