২৬ থেকে ২৮ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা
ভারত ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে চিত্রপ্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক আর্ট বিভাগ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘মৈত্রী: দ্য বন্ডেজ’ শিরোনামে এক প্রিন্টমেকিং প্রদর্শনীর আয়োজন করেছে। তিন দিনের এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ভারত ও বাংলাদেশের ৭৭ জন শিল্পী এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪২ জন বাংলাদেশী এবং ৩৫ জন ভারতীয়। ২৬ আগস্ট বিকাল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের ৫ নং গ্যালারিতে। প্রদর্শনী চলবে ২৮ আগস্ট পর্যন্ত।
ভারত ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও শিল্প বিনিময়ের অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক। এ ছাড়া প্রখ্যাত শিল্পী মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসাইন, অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, অধ্যাপক রোকেয়া সুলতানা এবং অধ্যাপক অজিত শীল উদ্বোধনী আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
সাতদিন/এমজেড