২৩ থেকে ৩১ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা
কিরীটি রঞ্জন বিশ্বাসের চিত্রপ্রদর্শনী
চিত্রপটে বঙ্গবন্ধু
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে “শিল্পের আলোয় বঙ্গবন্ধু” শীর্ষক অনুষ্ঠানমালার অংশ হিসেবে একাডেমির জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস এর “চিত্রপটে বঙ্গবন্ধু” শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে শিল্পীর ৪৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এটি শিল্পীর ৩য় একক চিত্রপ্রদর্শনী। ২৩ আগস্ট থেকে শুরু হওয়া নয় দিনের এই প্রদর্শনী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
আজ ২৩ আগস্ট ২০১৫ রবিবার বিকেল ৪টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এম.পি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন্নবী, শিল্পী আবুল র্বাক আলভী, বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুছ। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমীর সচিব ও চারুকলা বিভাগের পরিচালক জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং অনুভুতি ব্যক্ত করেন শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস।
সাতদিন/এমজেড