সকাল ১০টা, ২৫ আগস্ট, বাংলা একাডেমি, ঢাকা
বাংলা একাডেমিতে দিনব্যাপী সেমিনার
বাংলাদেশে উচ্চ শিক্ষাস্তরে পাঠ্যপুস্তক প্রণয়নের বর্তমান অবস্থা ও সমস্যা
একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষাস্তরে পাঠ্যপুস্তক প্রণয়নের বর্তমান অবস্থা ও সমস্যা’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে বাংলা একাডেমি। ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। বাংলাদেশে উচ্চ শিক্ষাস্তরে পাঠ্যপুস্তক প্রণয়নের বর্তমান অবস্থা ও সমস্যা শীর্ষক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক ড. অজয় রায়। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সকাল ১১টা ৩০ মিনিটে পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থের মূল্যায়ন শীর্ষক অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ড. এইচ কে এস আরেফিন এবং ড. স্বপন আদনান। সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. এ. এম. হারুন অর রশীদ।
বিকেল ৪টায় সেমিনারের দ্বিতীয় অধিবেশনে বাংলা একাডেমি থেকে সম্প্রতি প্রকাশিত তিনটি গ্রন্থ ‘Studies in South Asian Heritage’, ‘পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য (১৯৪৭-১৯৬৯) : পার্লামেন্টের ভাষ্য’ এবং ‘বাংলা ও বাঙালির ইতিহাস’-এর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. এম. এম. আকাশ, ড. শামসুল আলম এবং অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ। সভাপতিত্ব করবেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম।
সাতদিন/এমজেড