সন্ধ্যা ৬টা ৩০ মি, ২৬ আগস্ট, একুশে টিভি
ওয়ার্ল্ড স্টোরিস-এর প্রতিবেদনে
নিউজিল্যান্ডে ভূমিকম্প ২০১১
প্রযোজক: সাখাওয়াৎ লিটন
উপস্থাপনা: রাজিব জামান
‘ওয়ার্ল্ড স্টোরিস’ একটি পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ম্যাগাজিন। এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্তের আকর্ষণীয় বিভিন্ন বিষয় দর্শকদের সামনে নিয়ে আসে। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।
২০১১ সালের ফেব্রুয়ারীতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি ভয়াবহ ভুমিকম্প আঘাত হানে। তাতে ১৮০ জনেরও বেশী লোক মারা যায় এবং শহরের বেশীরভাগ স্থাপনা ধ্বংস হয়ে যায়। ভয়াবহতার সেই চিত্র তুলে ধরছেন সিটিভি নিউজিল্যান্ডের মার্কোস গিবস।
ন্যাৎসীরা ইউরোপ জুড়ে যে ভয়াবহ হত্যাযজ্ঞ শুরু করে তাতে প্রায় ৬০ লক্ষ ইহুদী মারা যায়। সে সময়ে বেঁচে যাওয়াদের একজন রবার্ট গোমেজ, যিনি যুদ্ধের ১০ বছর পর দক্ষিন আমেরিকায় নতুন জীবন শুরুর পাশাপাশি সেই ইতিহাস তুলে আনেন তার লেখনির মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন ভেনিজুয়েলার ভেলে টিভি’র প্রতিবেদক রবার্ট গোমেজ।
ইউক্রেনের রাজধানীতে বাইক পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর যানবাহন হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। কিন্তু সমালোচক ও বাইক চালকরা তাতে সন্তুষ্ট হতে পারছেন না। বিস্তারিত টিভি আইয়ের প্রতিবেদক এলিনা আফানা সিয়েংকোর প্রতিবেদনে।
সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ সরকার একসময় মানবাধিকার প্রশ্নে চাপের মুখে পড়েন। তাই দরিদ্রদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বাদশার স্ত্রী রাজ্যে নারীদের একটি সংস্থা গড়ে তোলেন। সৌদি আরবের আল আন টিভি’র প্রতিবেদক ইয়ামি মিসবাহ জানাচ্ছেন বিস্তারিত।
সাতদিন/এমজেড