সন্ধ্যা ৬টা ৪৫ মি, ২৭ আগস্ট, এন টিভি
বিশেষ আলেখ্যানুষ্ঠান
আর অভিমান জানাবো না
অংশগ্রহণে: শারমিন লাকী, নাসিম আহমেদ, কবি মোহাম্মদ নুরুল হুদা, সুজিত মোস্তফা
২৭ আগস্ট বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নজরুলের মৃত্যু ভাবনা, দর্শন নিয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘আর অভিমান জানাবো না’। হাসান ইউসুফ খান প্রযোজনায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন- শারমিন লাকী, নাসিম আহমেদ, কবি মোহাম্মদ নুরুল হুদা, সুজিত মোস্তফা।
সাতদিন/এমজেড