রাত ৮টা, ২৬ আগস্ট, এসএ টিভি
সত্যজিতের পথের পাঁচালীর ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে
দিগন্ত পেরিয়ে পথের পাঁচালী
অতিথি: মানজারে হাসিন মুরাদ ও শামীম আখতার
সঞ্চালক: সৈয়দ সালাহউদ্দিন জাকী
প্রযোজনা: তাহামিনা কেয়া
নিশ্ববরেণ্য বাঙালি চলচ্চিত্র-নির্মাতা সত্যজিৎ রায়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পথের পাঁচালী’। বরেণ্য কথাসাহিত্যিক বিভুতিভূষণের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের জগতে নতুন যুগের সূচনা করে। চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি শিল্প হয়ে ওঠে পরিচালকের গুণে। চলচ্চিত্রের মাধ্যমে গভীর জীবন বোধ তুলে ধরার এই প্রয়াস বাঙালী জাতিকে নতুন পথ দেখিয়েছে।
১৯৫৫ সালে চলচ্চিত্রটি নির্মিত। এবছর চলচ্চিত্রটি নির্মাণে ৬০ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষ্যে এসএ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘দিগন্ত পেরিয়ে পথের প্যাঁচালী’। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্মাতা মানজারে হাসিন মুরাদ এবং শামীম আক্তার। তাহামিনা কেয়া’র প্রযোজনায় আনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী।
সাতদিন/এমজেড