সকাল ১০টা ৩০ মি, ২৮ আগস্ট, একাত্তর টিভি
বাংলাদেশ সংযোগের ৬৫তম পর্বে
বন্দুক যুদ্ধের গল্প
পরিচালনা: শিকদার লোটাস সবুজ
একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বাংলাদেশ সংযোগ’। অনুষ্ঠানটির প্রতি পর্বে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে জনমত তুলে ধরার চেষ্টা করা হয়। জনগণের মতামত নিয়ে চলে আলোচনা। অনুষ্ঠানের এবারের পর্বের বিষয় ‘বন্দুক যুদ্ধের গল্প’। তথাকথিত বন্দুক যুদ্ধ বা ক্রসফায়ারে ইতোমধ্যে নিহত হয়েছেন বহু মানুষ। সন্ত্রাস নির্মূলে এটাই কি সর্বোত্তম পন্থা? এমন বিষয় নিয়ে আলোচনা হবে এবারের পর্বে।
দর্শকরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত বাংলাদেশ সংযোগের ফেইসবুক পাতায় জানাতে পারেন। নির্বাচিত মতামত আর অভিজ্ঞতার কথা তুলে ধরা হবে অনুষ্ঠান জুড়ে। এছাড়া ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। যোগাযোগের জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো bdshongjog@ekattor.tv। অনুষ্ঠান চলাকালে ফোনেও মতামত জানানো যাবে। দর্শকরা সরাসরি যুক্ত হতে পারেন স্কাইপে (Skype ID: bds.71)-এর মাধ্যমে।
সাতদিন/এমজেড