সন্ধা ৬টা, ২৭ ও ২৮অগাস্ট, গ্যাটে ইন্সটিটিউট, ঢাকা
সেমিনারে তৃতীয় প্রজন্মের স্মৃতিতে বাংলাভাগ
আমার পিতামাতার জগৎ: অর্জিতস্মৃতি
১৯৪৭এর ভারতভাগ এই অঞ্চলের বিংশ শতকের সব চাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। দেশ বিভাগপরবর্তী তৃতীয় প্রজন্মের ভাবনা তুলে ধরতে গ্যাটে ইনস্টিটিউট কলকাতা আর ঢাকা আগামী পাঁচ মাসব্যাপী ‘আমার পিতামাতার জগৎ -- অর্জিত স্মৃতি’ শীর্ষক একটি গবেষণা প্রকল্প হাতে নিয়েছে যার শুরুতে ২৭ আর ২৮ অগাস্ট ঢাকাতে একটি সম্মেলন হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সেমিনার শুরু হবে। সেমিনারে ২৭ আগস্ট বক্তব্য রাখবেন ড. আন্দ্রেয়া জেমসকভ-জুগ, নাজেস আফরোজ এবং ড. মেঘনা গুহঠাকুরতা। পরদিন ২৮ আগস্ট বক্তব্য রাখবেন ড. মানস রায় এবং নিজের লেখা থেকে পাঠ করবেন শাহীন আখতার।
এখানে বিভাগপরবর্তী তৃতীয় প্রজন্মের অর্জিত স্মৃতির ওপর নজর দেওয়া হবে – একই সঙ্গে দেখা হবে সেই ঘটনা এখনো কিভাবে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে, কিভাবে সেটি তাদের মননকে গঠন করেছে, তারা কিভাবে 'অন্য বাংলা'কে দেখে আর স্মরণের সংস্কৃতি কিভাবে অতীতের বেদনার সঙ্গে বোঝাপড়া করতে সাহায্য করে।
উল্লেখ্য, দেশ বিভাগের ফলে লক্ষ লক্ষ নিরস্ত্র মানুষ নিহত আর এক কোটির বেশি বাস্তুচ্যূত হন যার ফলে মনুষ্য-ইতিহাসে বৃহত্তম সংখ্যক মানুষের দেশান্তরী হবার ঘটনা ঘটে। এই নিদারুন সময়কে নিয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণীতে প্রচুর ঐতিহাসিক গবেষণা হয়েছে। কিন্তু ভারতভাগের প্রায় ৭০বছর পরেও দেশান্তরিত গোষ্ঠীগুলির তৃতীয় প্রজন্মের এই ঘটনার কি স্মৃতি অর্জন করেছে সে নিয়ে প্রায় কোনো গবেষণাই হয়নি। তাই ৩য় প্রজন্মের ভাবনাকে তুলে ধরতেই এই আয়োজন।
গ্যাটে ইনস্টিটিউট/ম্যাক্সমুলার ভবন কলকাতা, গ্যাটে ইনস্টিটিউট ঢাকা, কলকাতার সেন্টারে ফর স্টাডিস ইন সোশ্যাল সাইন্সেস (সিএসএসএসসি) এবং ঢাকার রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ-এর সহযোগিতায় কলকাতা ও ঢাকা-তে দুই দল ছাত্র-ছাত্রীকে মৌখিক গবেষণা করার প্রশিক্ষণ দেবে। এই ছাত্র-ছাত্রীরাই তাদের নিজেদের দেশে গবেষণা ও রেকর্ডিং করবে। দুটি দেশেই এই প্রকল্পে ১০টি থেকে ১৫টি সাক্ষাতকার করা হবে যা একটি ওয়েবসাইটে সাজানো হবে এবং সেগুলি যে কেউ দেখতে বা শুনতেপারবেন।
সাতদিন/এমজেড