সকাল ৬টা ৩০ মি, ২৭ আগস্ট, এসএ টিভি
নজরুলের গজল নিয়ে
শান্তির ছায়াতলে
অতিথি: সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারী, শেখ জসিম ও সানি জুবায়ের
প্রযোজনা: মনজুরুল হক মনজু
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসএ টিভির বিশেষ আয়োজন গজল ধর্মী গানের অনুষ্ঠান ‘‘শান্তির ছায়াতলে’’। অনুষ্ঠানে চারজন গজল শিল্পী ৪টি করে গজল পরিবেশন করবেন। শিল্পী হলেন সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারী, শেখ জসিম ও সানি জুবায়ের। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনজুরুল হক মনজু।
সাতদিন/এমজেড