সকাল ১০টা ৫ মি, ২৭ আগস্ট, এসএ টিভি
নজরুল স্মরণে বিশেষ অনুষ্ঠান
চাঁদ হেরিছে চাঁদ মুখে
সংগীত: শাহিন সামাদ, ড. নাশিদ কামাল, ফাতেমা তুজ জোহরা ও অন্যান্য
আবৃত্তি: সুবর্ণা মুস্তাফা, শিমুল মুস্তাফা ও অন্যান্য
সঞ্চালনা: সাবেরী আলম মোতাহের
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসএ টিভির বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ হেরিছে চাঁদ মুখে’। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শাহিন সামাদ, ড. নাশিদ কামাল, ফাতেমা তুজ জোহরা, ড. লীনা তাপসী খান, তানভীর আলম সজীব, প্রিয়াংকা গোপ, কোনাল, সাব্বির, নন্দিতা, মন্টি। অমনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি করবেন সুবর্ণা মুস্তাফা, শিমুল মুস্তাফা,আহকাম উল্লাহ্। কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন সাবেরী আলম মোতাহের।
সাতদিন/এমজেড