দুপুর ২টা ৩০ মি, ২৭ আগস্ট, এসএ টিভি

সুবর্ণ কাজীর উপস্থাপনায় প্রামাণ্য অনুষ্ঠান

চলচ্চিত্রে নজরুল

গবেষণা: অনুপম হায়াৎ
নৃত্য পরিবেশনায়: নন্দনকলা কেন্দ্র
প্রযোজনা: শাহীন মাহমুদ


বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালী কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রনোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমিক এবং বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুই অঞ্চলেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গীর কারণে তাঁকে বিদ্রোহী কবি হিসেবেও আখ্যায়িত করা হয়। এত কিছুর পরও তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় আছে যা সবসময়ই আলোচনার বাইরে থেকে যায়। আর তা হচ্ছে চলচ্চিত্রে নজরুলের অবদান।

তিনি ১৯৩৪ সালে সত্যেন্দ্র নাথ দত্ত’র সাথে যৌথভাবে পরিচালনা করেন ‘ধ্রুব’ চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে তিনি নারদ চরিত্রে অভিনয় করে বেশ সমালোচিতও হন। এছাড়াও তিনি আরো বেশ কিছু চলচ্চিত্রে গীতিকার ও সুরকার হিসেবে কাজ করেন। ভারতীয় উপমহাদেশের প্রথম বাঙালী মুসলিম চিত্রপরিচালক হিসেবেও তাঁর নাম ইতিহাসের পাতায় উল্লেখ পাওয়া যায়। চলচ্চিত্রে নজরুলের কর্মকান্ড নিয়ে শিরোনামে এই বিনোদন মূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘চলচ্চিত্রে নজরুল’।

সাতদিন/এমজেড

২৭ আগস্ট ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›