রাত ৮টা, ২৭ আগস্ট, এসএ টিভি
নজরুল-প্রয়াণদিবসের অনুষ্ঠান
অঞ্জলি লহ মোর
সঙ্গীতশিল্পী: শাহিন সামাদ ও নাসিমা শাহিন
আবৃত্তি ও উপস্থাপনায়: আহ্কাম উল্লাহ্
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসএ টিভির বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অঞ্জলি লহ মোর’। এ অনুষ্ঠানে থাকছে নজরুলগীতি আর কবিতা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় থাকছে সঙ্গীতশিল্পী শাহিন সামাদ ও নাসিমা শাহিন এবং আবৃত্তি ও উপস্থাপনায় রয়েছেন আহ্কাম উল্লাহ্। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আবু জাফর রায়হান।
সাতদিন/এমজেড