রাত ১২টা ৩০ মি, ২৭ আগস্ট, এসএ টিভি

অন্তরে মম’র এবারের ব্যক্তিত্ব

সুধীন দাশ

প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজক: জহির উদ্দিন রবিন


এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘অন্তরে মম’। অনুষ্ঠানটির প্রতি পর্বে দেশের একজন খ্যাতিমান গুণী ব্যক্তিত্বকে দর্শকদের সামনে তুলে ধরা হয়। একজন গুণী ব্যক্তির লাইফ প্রোফাইল তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে থাকে সংক্ষিপ্ত সাক্ষাৎকার এবং তথ্যচিত্র। কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবসে অনুষ্ঠানটির বিশেষ পর্ব প্রচারিত হচ্ছে। বিশেষ পর্বের ব্যক্তিত্ব প্রখ্যাত সংগীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাশ।


বাংলাদেশের সংগীত জগতে অসামান্য অবদান রেখেছেন সুধীন দাশ। নজরুলসংগীতের পুরোনো গ্রামফোন রেকর্ডের বাণী ও সুর অনুসারে এবং বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে তিনি নজরুলের গানের স্মরলিপি রচনা করেছেন। সুধীন দাশ এ পর্যন্ত নজরুল ইনস্টিটিউট থেকে ১৬টি ও নজরুল একাডেমি থেকে ৫টি মোট ২১টি খন্ডের নজরুলের গানের স্বরলিপি গ্রন্থ বের করেছেন। লালনগীতির ক্ষেত্রেও তাঁর অবদান সর্বজন স্বীকৃত। তিনিই প্রথম লালনগীতির স্বরলিপি গ্রন্থ প্রকাশ করেছেন।

সাতদিন/এমজেড

২৭ আগস্ট ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›