রাত ১২টা, ২৭ আগস্ট, আরটিভি
শ্রাবণ্য’র উপস্থাপনায়
মিউজিক স্টেশন-এ ফেরদৌস আরা
প্রযোজনা: শাহ আমীর খসরু
শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় আরটিভির নিয়মিত সংগীতানুষ্ঠান মিউজিক স্টেশন। কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবসে অনুষ্ঠানটির বিশেষ পর্বের আমন্ত্রিত শিল্পী ফেরদৌস আরা। সরাসরি গানের এই অনুষ্ঠানে তিনি গান শোনানোর পাশাপাশি কথা বলবেন তাঁর সংগীত জীবনের নানান বিষয় নিয়ে। দর্শকরাও ফোন করে তাঁর সাথে আড্ডায় অংশ নিতে পারবেন এবং জানাতে পারবেন যে কোন গানের অনুরোধ।
শাহ আমীর খসরুর প্রযোজনায় আনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হয় সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার রাত ১২টা ১ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল শ্রাবণ্য তৌহিদা।
সাতদিন/এমজেড