রাত ৮টা ২০ মি, ২৭ আগস্ট, আর টিভি
অনাকাঙ্ক্ষিত সত্য’র এবারের গল্প
পেয়িং গেস্ট
পরিচালনা: ডি এ তায়েব
পর্ব পরিচালনা: শুভ্র খান
অভিনয়: মেহরীন ইসলাম নিশা, ইউসুফ রাসেল, রাখী
ভিন্ন ভিন্ন গল্পের ধারাবাহিক নাটক অনাকাঙ্খিত সত্য প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হচ্ছে। ধারাবাহিকটির এ বারের পর্বের নাম ‘পেয়িং গেষ্ট’।
এবারের গল্পের মূল চরিত্র স্বাতী উচ্চাভিলাষী একজন তরুনী। উচ্ছৃঙ্খল জীবন যাপন তার। আর তার এই উচ্ছৃঙ্খলতার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পাতে নয়না ও শাওন। স্বাতীর উচ্চাভিলাষীতা এবং উচ্ছৃঙ্খলতা শেষ পর্যন্ত করুণ ও বিষাদময় করে তুলেছিলো তার জীবনকে। এমনই একটি গল্প এবারের পর্বে।
এই পর্বে অভিনয় করেছেন মেহরীন ইসলাম নিশা, ইউসুফ রাসেল, রাখী, মুনিম,শুভ, এ কে আজাদ সেতু, শর্মী সহ আরো অনেকে এবং সঞ্চলনায় আছেন শাহ্জালাল সবুজ। নাট্যরূপ শ্রাবনী ফেরদৌস। পর্ব পরিচালনায় শুভ্র খান এবং ধারাবাহিকটির পরিচালনায় করেছেন ডিএ তায়েব। ক্রিয়েটিভ টিম ঘুড্ডি এ্যানিমো এবং প্রযোজনায় এস জি প্রোডাকশন।
সাতদিন/এমজেড