রাত ৮টা, ২৭ আগস্ট, জিটিভি

অপি’স গ্লোয়িং চেয়ার-এ

নুসরাত ইমরোজ তিশা

উপস্থাপনা: অপি করিম
প্রযোজনা: শাহরিয়ার শাকিল


জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের উপস্থাপনায় জিটিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টক শো “অপি’স গ্লোয়িং চেয়ার”। অনুষ্ঠানটির প্রতি পর্বে আমন্ত্রিত হয়ে আসেন একজন তারকা অতিথি। অতিথির প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেন অপি করিম। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন যা অনেকের অজানা। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছিলেন তিনি গানের জন্য। অনন্ত হীরার ‘সাতপেড়ে কাব্য’ নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং ব্যস্ত হয়ে পড়েন তিনি। তিশা “এঞ্জেল ফোর” নামের একটি ব্যান্ড দলও গঠন করেছিলেন।

উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে অপি বলেন-‘অনেকদিন পর আবারও কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করলাম। মূলত অনুষ্ঠানের বিষয়বস্তুই এই কাজটি করতে আমাকে আগ্রহী করেছে। আশা করি প্রিয় তারকাদের নিয়ে নির্মিত এই আয়োজনটি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।’

সাতদিন/এমজেড

২৭ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›