দুপুর ১২টা ৪৫ মি, ২৭ আগস্ট, এটিএন বাংলা
প্রামাণ্য অনুষ্ঠান
কুমিল্লায় নজরুল
পরিচালনা: রাসেল মাহমুদ
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবস। দিবসটি উপলক্ষে এটিএন বাংলা দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই আয়োজনের অংশ হিসেবে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘কুমিল্লায় নজরুল’। রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উঠে এসেছে নজরুল জীবনে কুমিল্লার নানা ঘটনা, নারগীসের সঙ্গে বিবাহ বন্ধন, প্রমিলার সঙ্গে প্রেম এবং নজরুলের অনন্য সব সৃষ্টি।
সাতদিন/এমজেড