বিকাল ৫টা ১৫মি, ২৭ আগস্ট, এটিএন বাংলা
ফাতেমা তুজ জোহরার উপস্থাপনায়
সংগীতানুষ্ঠান: গভীর নিশীথে
অতিথি: শাহীন সামাদ, ইয়াসমীন মুশতারী, ইয়াকুব আলী খান, সুজিত মোস্তফা
পরিচালনা: মুকাদ্দেম বাবু
আজ কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এটিএন বাংলা। এরই অংশ হিসেবে বিকাল ৫টা ১৫মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গভীর নিশীথে’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন শাহীন সামাদ, ইয়াসমীন মুশতারী, ইয়াকুব আলী খান, সুজিত মোস্তফা এবং ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে ফাতেমা তুজ জোহরা একটি গান পরিবেশনের পাশাপাশি উপস্থাপনাও করেছেন তিনি।
অনুষ্ঠানের গানগুলো হলো- বধু তোমার আমার এই যে বিরহ (ইয়াকুব আলী খান), নূর জাহান নূর জাহান (শাহীন সামাদ), শাওন আসিল ফিরে (ইয়াসমীন মুশতারী), বন কুন্তল এলায়ে (ফাতেমা তুজ জোহরা) এবং গভীর নিশীথে (সুজিত মোস্তফা)। মুকাদ্দেম বাবুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২৭ আগষ্ট, বিকাল ৫টা ১৫ মিনিটে।
সাতদিন/এমজেড