রাত ১১টা, ২৭ আগস্ট, মাছরাঙা টিভি
তোমায় গান শোনাবো’র অতিথি
সালাউদ্দিন আহমেদ
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক বৈঠকী গানের আয়োজন ‘তোমায় গান শোনাবো’। অনুষ্ঠানটির এ বারের পর্বের অতিথি নজরুলগীতির প্রখ্যাত শিল্পী সালাউদ্দিন আহমেদ। নজরুলসঙ্গীতের এই গায়ক এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয়। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবসে তাঁকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে গান পরিবেশনের ফাঁকে ফাঁকে তিনি কথা বলবেন তাঁর সংগীত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। দর্শকরাও টেলিফোনে আড্ডায় অংশ নিতে পারবেন। সাইফুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ১১টায়। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন কৌশিক শংকর দাশ।
সাতদিন/এমজেড