সন্ধ্যা ৬টা ৩০মি, ২৭ আগস্ট, একুশে টিভি
নীল পায়রার গান-এর অতিথি
খিলখিল কাজী
উপস্থাপনা: ফাতেমা তুজ জোহরা
প্রযোজনা: মারিয়া মরিয়ম
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে একুশে টেলিভিশনে আজ সন্ধ্যা ৬টা ৩০মিনিটে প্রচারিত হবে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘নীল পায়রার গান’। ফাতেমা তুজ জোহরার উপস্থাপনায় এবং মরিয়ম মারিয়ার প্রযোজনায় গানের এই বৈঠকী আসরে আজ সঙ্গীত পরিবেশন করবেন কাজী নজরুল ইসলামের নাতনি ‘খিল খিল কাজী’। অনুষ্ঠানটি সম্পর্কে ফাতেমা তুজ জোহরা জানান, ‘নজরুলের বিশাল সঙ্গীত ভান্ডর থেকে এ প্রজন্মের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই বৈঠকী গানের আসর ‘নীল পায়রার গান’। আর এ প্রজন্মের শিল্পীরাও খুবই দরদ দিয়ে প্রতিটি পর্বেই গাইছে নজরুলের গান গুলো।’