রাত ৮ টা ২০ মি, একুশে টিভি
সেলিব্রেটি আড্ডা
মিডিয়া গসিপ
উপস্থাপনা: তানভীর তারেক
প্রযোজনা: ইসরাফিল শাহীন
মিডিয়ার সাম্প্রতিক সময়ের আলোচিত ভিন্ন ভিন্ন বিষয় এবং তারকাদের খোঁজ-খবর নিয়ে নির্মিত হয়েছে সেলিব্রেটি শো 'মিডিয়া গসিপ। অনুষ্ঠানটির প্রতি পর্বে হট সীটে অতিথি হিসেবে থাকেন এক বা একাধিক জনপ্রিয় তারকা এবং মিডিয়া ব্যাক্তিত্ব।
মিডিয়া গসিপের নিয়মিত সেগমেন্ট হট সিট ছাড়াও নিউজ ফ্ল্যাশ সেগমেন্টে দেশ-বিদেশের মিডিয়ার চলমান ঘটনার সর্বশেষ আপডেট জানানো হবে দর্শক-শ্রোতাদের। সেলিব্রেটি গসিপ শো 'মিডিয়া গসিপ প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে।
সাতদিন/এমজেড