বিকাল ৩টা, ২৭ আগস্ট,
রাত ১১টা, ২৮ আগস্ট,
সকাল ৮টা ১৫ মি, ২৯ আগস্ট, বৈশাখী টিভি
সময় কাটুক গানে গানে’র অতিথি
প্রিয়াঙ্কা গোপ ও তানভীর সজীব
আবৃত্তি করবেন: মাহিদুল ইসলাম
উপস্থাপনা: শ্রাবণ্য তৌহিদা
নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ ‘সময় কাটুক গানে গানে’ সরাসরি সম্প্রচারিত হবে ২৭ আগস্ট। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন। সময় কাটুক গানে গানের আজকের পর্বে গান পরিবেশন করবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ ও তানভীর সজীব। নজরুল কে নিয়ে কবিতা আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন। উপস্থাপনায় থাকছেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি ২৮ আগস্ট, শুক্রবার রাত ১১টা এবং ২৯ আগস্ট, শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে পুনঃপ্রচার করা হবে।
সাতদিন/এমজেড