A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

প্রাণের খেলায় গান শোনাবেন সুবীর নন্দী ও ফারহানা কান্তা | সাতদিন

সন্ধ্যা ৬টা ৩০ মি, ২৯ আগস্ট, বেঙ্গল শিল্পালয়, ঢাকা

প্রাণের খেলায় গান শোনাবেন

সুবীর নন্দী ও ফারহানা কান্তা


বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত সংগীতায়োজন ‘প্রাণের খেলা’র এবারের আসরে রাগাশ্রয়ী বাংলা গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী এবং ফারহানা কান্তা। এই আসর বসতে যাচ্ছে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি ৪২, সড়ক ২৭, শেখ কামাল সরণি, ধানমণ্ডি আ/এ)।

৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শিল্পী সুবীর নন্দী আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। ১৯৭২ সালে রেডিওতে রেকর্ডিং-এর মাধ্যমে তিনি গানের জগতে পদার্পণ করেন। বেতার এবং টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্র অসংখ্য গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এ পর্যন্ত চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

প্রবীণ এই শিল্পীর সাথে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন অপেক্ষাকৃত তরুণ এবং প্রতিভাবান শিল্পী ফারহানা রহমান কান্তা। তিনি ২০০৭ সালে আই. সি. সি আর. এবং ২০১১-২০১২ সনে বেঙ্গল ফাউন্ডেশনের বৃত্তি পেয়ে সংগীত শিক্ষার বিশেষ সুযোগ লাভ করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হতে তিনি উচ্চাঙ্গ সংগীতে প্রথম শ্রেণীতে অনার্স এবং মাস্টাস শেষ করেছেন।

সাতদিন/এমজেড

২৯ আগস্ট ২০১৫