রাত ১২ টা ১ মি, ২৯ আগস্ট, আর টিভি
লেট নাইট কফি’তে চিত্রনায়ক বাপ্পা
উপস্থাপনা মারিয়া নূর ও সিয়াম
প্রযোজনা: সোহেল রানা বিদ্যুত
আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফি। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়ক বাপ্পা।
লেট নাইট শো অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। আগত অতিথি তাঁর জীবনের উত্থান -পতনের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। বন্ধুত্বপূর্ন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্য জনের জন্য কিভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন। টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকদের সাথে নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলা হবে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং সিনেমার অংশ বিশেষ দেখানো হবে।
মারিয়া নূর ও সিয়াম এর উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুত’ এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আর টিভিতে শনিবার রাত ১২ টা ১ মিনিটে।
সাতদিন/এমজেড